Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরসরাইয়ে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৩

মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৭, ৪:১৫ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক-লেগুনার সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহতদের মধ্যে দু'জনের নাম নিশ্চিত করেছে পুলিশ।
তারা হলেন- মোস্তফা (২৮), ও মরিনা দাস (৬০)। এছাড়া নিহত অজ্ঞাত বৃদ্ধের বয়স আনুমানিক ৬০ বছর।
রোববার বেলা সোয়া ২টার দিকে মিরসরাই উপজেলার সুফিয়া রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের ইনচার্জ সফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি দ্রুতগামীর ট্রাক বিপরীত দিক আসা লেগুনাকে চাপা দিলেএ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলার মোস্তাননগর হাসপাতালে নেয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
দুর্ঘটনা কবলিত গাড়ি দু'টি আটক করেছে পুলিশ। তবে উভয় গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ