Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে দেড় লক্ষাধিক ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৭, ৪:০০ পিএম

নারায়ণগঞ্জে দেড় লক্ষাধিক ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার (১৫ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড থেকে তাদের আটক করা হয়। এসময় এ কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি দল রাতে চিটাগাং রোডের ডাচ বাংলার সামনে থেকে তাদের আটক করে।তিনি জানান, একটি পিকআপে করে যাওয়ার সময় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ১ লাখ ৬৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।মাহমুদুল ইসলাম জানান, দুপুরে পুলিশ সুপারের অফিসে একটি সংবাদ সম্মেলনে আটক মাদক ব্যবসায়ীদের গণমাধ্যমের সামনে হাজির করা হবে। তখন বিস্তারিত জানানো হবে।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ