Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামীর বিয়ের খবরে স্ত্রীর আত্মহত্যা!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৭, ১২:৩৪ পিএম

রাজধানীতে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে আসমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে আসমা বেগম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আসমা শরীয়তপুরের ভেদরগঞ্জ জেলার সেনের বাজার গ্রামের আবদুল মালেকের স্ত্রী। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ডেমড়া স্টাফ কোয়ার্টার এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন।
জানা যায়, মালেক সাভারের একটি পোশাক কারখানায় চাকরির সুবাদে সাভারেই থাকেন। মাঝে মাঝে ডেমড়ার বাসায় আসতেন। কয়েক দিন আগে তিনি গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন এমন খবরে শনিবার রাতে আসমা মোবাইল ফোনে তার সঙ্গে ঝগড়া করেন। সকাল সাড়ে ৮টার দিকে বিছানায় আসমাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে তার ছেলে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ