বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভারের আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব কর্মকর্তা জানান, আত্মসমর্পণের আহ্বানে সাড়া না দিয়ে র্যাবের অভিযানের মুখে ভেতর থেকে প্রতিরোধ গড়ে তুলেছে বাড়ির বাসিন্দারা। তবু আইনশৃঙ্খলা বাহিনী বাড়ির ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রোববার সকালে সাংবাদিকদের র্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ খান জানান, বাড়িটির চারপাশে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়। বোমাও ছোড়া হয়।
মুফতি মাহমুদ খান বলেন, চূড়ান্ত অভিযানে আমরা সার্বিকভাবে চেষ্টা করব তাদের যেন আত্মসমর্পণ করে। সে প্রক্রিয়াটাই এখনো চলছে।
বাড়ির মালিকের বরাত দিয়ে মুফতি মাহমুদ জানান, আজাদ নামের এক ব্যক্তি তৈরি পোশাক শ্রমিক পরিচয় দিয়ে দুই মাস আগে বাড়িটি ভাড়া নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।