Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজের ১৫ দিন পর নদীতে ভাসছে মাদরাসাছাত্রীর লাশ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৭, ১০:২০ এএম

বরিশাল ব্যুরো : নিখোঁজের ১৫ দিন পর বরিশালের মুলাদী উপজেলার ছবিপুর ইউনিয়নের খৌলারচর সংলগ্ন জয়ন্তী নদীতে ভাসছে এক মাদরাসাছাত্রীর মরদেহ। তার নাম ফারজানা, বয়স ১৩ বছর। তবে জোয়ারের কারণে মরদেহটি রাতে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এ প্রসঙ্গে ঘটনাস্থলে থাকা মুলাদী থানার এসআই কমল চন্দ্র দে জানান, গত ৩০ জুন খৌলারচর এলকার শহীদ কাজীর মেয়ে পূর্ব চরপদ্মা দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ফারজানা নিখোঁজ হয়। শনিবার রাতে ছাত্রীর বাড়ি থেকে কিছুটা দূরে জয়ন্তী নদীর তীরে পাট খেতের মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। ওড়না দেখে স্বজনরা এটি ফারজানার মরদেহ বলে শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
এসময় তিনি আরো জানান, পচে গলে মৃতদেহের হাড় ছাড়া কিছুই এখন অবশিষ্ট নেই। হিংস্র কোনো প্রাণী মৃতদেহটি নিয়ে টানাহেঁচড়া করেছে বলেও জানান তিনি। এছাড়া পানির মধ্যে অনেকটা জায়গা জুড়ে মরদেহের অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জোয়ারের কারণে পানি বেড়ে যাওয়ায় রাতের বেলা লাশ উদ্ধার সম্ভব হয়নি। আজ রবিবার সকালে মৃতদেহটি উদ্ধারে ফের তৎপরতা চালানো হবে জানিয়েছেন কমল চন্দ্র দে।



 

Show all comments
  • ইয়াহইয়া ১৬ জুলাই, ২০১৭, ১২:৫৫ পিএম says : 0
    হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
    Total Reply(0) Reply
  • ১৬ জুলাই, ২০১৭, ২:০৫ পিএম says : 0
    najjo bicher chai
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ