Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদমদীঘিতে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে গ্রেফতার ৩

| প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে ৯ম শ্রেনীর এক স্কুলছাত্রী (১৩)-কে অপহরণ করেছে রাজিব (২৫) নামের এক বখাটে। এ ঘটনায় অপহৃতার বাবা বাদী হয়ে শুক্রবার রাতে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে অপহরণকারীর পিতা মাতাসহ তিন জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- আদমদীঘি উপজেলার বড় আখিড়া গ্রামের মৃত কছের উদ্দীনের ছেলে আব্দুল জাব্বার (৬০) তার স্ত্রী লিলি বেগম (৫০) ও একই গ্রামের সাদেক আলীর ছেলে সৈকত হোসেন (২২)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আদমদীঘির সান্তাহার হার্ভে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ওই ছাত্রী স্কুলে আসা যাওয়ার পথে রাজিব নামের ঐ বখাটে যুবক তাকে প্রায় দিন বিভিন্ন ভাবে উক্তাত্য করত। ওই স্কুল ছাত্রী গত ১২ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে সান্তাহার হার্ভে স্কুলের সামনে পাকা রাস্তার ওপর থেকে তার ইচ্ছার বিরুদ্ধে একটি সিএনজিতে জোরপূর্বক তুলে অপহরণ করে নিয়ে যায়। সান্তাহার ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণকারীর বাবা-মা সহ এ মামলায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল আসামি অপহরণকারী রাজিবকে গ্রেফতারের তৎপরতা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ