বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া ব্যুরো : বগুড়ার গাবতলী উপজেলায় সুদের টাকা নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীদের হামলায় শুক্রবার রাতে সোহাগ চন্দ্র সরকার (১৭) নামে এক মেধাবী শিক্ষার্থী খুন হয়েছে। সে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে পাস করে। বগুড়া পলিটেকনিকে তার ভর্তির কথা ছিলো বলে স্বজনরা জানিয়েছে। হত্যাকান্ডের প্রতিবাদে এলাকাবাসী গতকাল শনিবার দুপুরে লাশ নিয়ে শহরের কেন্দ্রস্থল মানববন্ধন করে অবিলম্বে চিহ্নিত খুনীদের গ্রেফতারের দাবি জানায়। পূজা উদযাপন পরিষদ ও বগুড়া হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। হত্যাকান্ডের ঘটনায় গাবতলী থানা পুলিশ তাহের (২০) সমির চন্দ্র (২২) নামে দুই যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার চককাতুলি মধ্যপাড়া গ্রামের মিলন চন্দ্র সরকার বগুড়া সদর উপজেলার মেঘাগাছা গ্রামের হাফিজার নামে এক ব্যক্তির নিকট থেকে সুদে ১০ হাজার টাকা নেয়। হাফিজার ওই টাকার বিপরীতে সুদ সহ ২০ হাজার টাকা দাবি করে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হাফিজার তার লোকজন নিয়ে পাওনা টাকা নিতে মিলন চন্দ্র সরকারের বাড়িতে গেলে মিলন ১৫ হাজার টাকা দিতে রাজী হয়। এসময় কথাকাটাকাটির এক পর্যঅয়ে মিলনের চাচাত ভাই সোহাগ ও সুমন চন্দ্র সহ কয়েক জন প্রতিবাদ করলে হাফিজারের পক্ষ হয়ে ৮/১০ জনের সন্ত্রাসীদল তাদের ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সোহাগ চন্দ্র ও সুমন চন্দ্র আহত হয়। ছুরিকাঘাতে গুরুতর আহত সোহাগকে হাসপাতালে নিয়ে আসা হলে রাত ৯টার দিকে মারা যায় বলে পুলিশ জানায়। গতকাল শনিবার ময়নতাতদন্ত শেষে সোহাগের লাশ নিয়ে এলাকাবাসী ও আত্মীয় স্বজন বিক্ষোভ করে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় এসে মানববন্ধন করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।