বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : গতকাল হতে শুরু হয়েছে জাতীয় বিশ^বিদ্যালয়ের ডিগ্রি ৩ য় বর্ষের ফাইনাল পরীক্ষা। এ পরীক্ষায় কর্তৃপক্ষের অবহেলায় গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজের শিউলী আক্তার নামের এক নিয়মিত ছাত্রী অংশ নিতে পারেনি। কলেজের ফরম পুরণের টাকাসহ কলেজের অন্যান্য পাওনা পরিশোধ করা হলেও তার ফরম পুরণ হয়নি। শিউলী আক্তার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর গ্রামের শুকুর আলী গায়েনের মেয়ে।
শিউলীর অভিযোগ, ফরম পুরণের সময় সে অন্যান্যদের মতো যথা সময়ে কলেজে ডিগ্রি বিভাগের হেড ক্লার্ক চুন্নু চৌধুরীর কাছে মোট ৩৫ শত টাকা জমা দেয়। কিন্তু সে টাকা জমার কোন রসিদ দেয়নি। এরপর সে গত বৃহস্পতিবার কলেজে যায় প্রবেশপত্র আনতে। কিন্তু কলেজ থেকে তাকে বলা হয় আপনার প্রবেশপত্র আসেনি। আমি নাকি টাকা জমা দেইনি। আমার ফরম পুরণ হচ্ছে না একটি ফোন করেও তারা আমাকে বিষয়টি জানায় নি। শিউলী তার এক বছর শিক্ষা জীবন নষ্ট হয়ে যাওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে দায়ী করে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা ডিগ্রি ৩য় বর্ষে ২৬ জনের ফরম পুরণের টাকা পাই। তাদের যথাযথভাবে ফরম পুরণ হয়। শিউলীর টাকা জমা দেয়ার বিষয়টি হেড ক্লার্ক ”ুন্নু জানে না। তাছাড়া টাকা জমা দিতে হয় হিসাব রক্ষক আলাউদ্দিনের কাছে। যা হোক ২-৩ দিন আগে বিষয়টি জানলে বোর্ডে যোগাযোগ করে দেখা যেতো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।