Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবকদের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত

| প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে যুবকদের প্রশংসনীয় উদ্যোগে একটি এলাকার বিপুল সংখ্যক লোক দীর্ঘদিনের দূর্ভোগ থেকে রেহাই পেতে যাচ্ছে। যুবকরা স্বেচ্ছাশ্রমে মারাত্মক ভাঙ্গন কবলিত একটি পাকা সড়কে মেরামত শুরু করেছে। ফলে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে বলে জানা গেছে। জানা যায়, উপজেলার বুড়াইগাঁওবাজার থেকে আলমপুর পর্যন্ত ২কি.মি. পাকা রাস্তা দীর্ঘদিন থেকে মারাত্মক ভাঙ্গন কবলিত ছিল। শনিবার থেকে কাজ শুরু করায় তাদের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের লোকজন। যুবকরা মাঞ্জিহারা, দাহারগাঁও, তেরাপুর, আলমপুর ও ঘিলাছড়া গ্রাম থেকে ৪০হাজার টাকা এবং ইউপি চেয়ারম্যান বিলাল আহমদের কাছ থেকে ২৫হাজারসহ মোট ৬৫হাজার টাকা সহায়তা নিয়ে সংস্কার কাজ শুরু করে। এসময় উপস্থিত ছিলেন, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি,সাবেক চেয়ারম্যান ফজর উদ্দিন, নুর উদ্দিন, আব্দুল ওয়াদুদ ছামী, নিয়ামত আলী, নাজমুল হোসেন, জয়নাল মিয়া, উদাসী কালা মিয়া, প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ