রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজশাহী ব্যুরো : দুই স্কুল ছাত্রকে বেধে মারপিট করে টাকা আদায়ের ঘটনায় আলোচিত রাজশাহীর দুর্গাপুরের ঝালুকা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে এবার নানা অনিয়ম দুনীতির অভিযোগে অনাস্থা জানালো ইউপির এগারোজন সদস্য। তারা সভা করে লিখিত অনাস্থা প্রস্তাবটি কার্যকরের জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয় রাজশাহী জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পাঠিয়েছে। অভিযোগে বলা হয়েছে শপথ নেবার পর থেকে চেয়ারম্যান স্বৈরাচারী আচরন শুরু করে। তার অনিয়ম দূনীতির প্রতিবাদ করতে গেলে নির্বাচিত সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। অনাস্থা প্রস্তাবের উল্লেখযোগ্য বিষয়গুলো হলো, সদস্যদের সরকারী অংেশের টাকা না দিয়ে নিজে আত্মসাত, হোল্ডিং ট্যাক্সের টাকা আত্মসাত, ট্রেড লাইসেন্স ও নাগরিক সনদ থেকে আয়ের টাকা জমা না দিয়ে নিজের কাছে রাখা। টিআর, কাবিখা, এডিপি, এলজিএসপি-২ প্রকল্পের টাকা আত্মসাত। বিভিন্ন ভূতুড়ে প্রকল্প তৈরী করে নিজ লোককে সভাপতি বানিয়ে আত্মসাত। আন্দুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিফিন ক্যারিয়ার বিতরনে অনিয়মের ঘটনায় স্থানীয়দের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে উলে।লখ করা হয়েছে। চেয়ারম্যানের অনিয়মের প্রতিবাদ করতে গেলে উল্টো তাদের বরখাস্ত করার হুমকী দেয়। অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইউপি সদস্য আব্দুল লতিব মির্জা আব্দুল আওয়াল মোল্লা, ইউসুফ আলী, আতাউর রহমান, নুরুল হক।¦্দুল সাত্তার, মোকাবের আলী, ইমরাইন হোসেন, রিতা বিবি, রাজেলা বেগম, রুপালী বেগম। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ইউপি সদস্যদের লিখিত অনাস্থা প্রস্তাব পেয়েছেন। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের জন্য বিষয়টা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।