Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভৈরবের সাদেকপুর ইউপির উপনির্বাচনে নৌকা প্রতীকের বিজয়

| প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

 কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সাদেকপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে বেসরাকারিভাবে জয়ী হয়েছেন। সরকার সেফায়েত উল্ল্হা নৌকা প্রতীকে ভোট পান ৩৮১৫। তাঁর প্রতিদ্ব›দ্বীী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো: তোফাজ্জল হক মোটরসাইকেল প্রতীকে পান ৩২১৯ ভোট। আনন্দ উৎসব পরিবেশে ৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টার পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় নিñ্দ্ির নিরাপত্তা। উপজেলা রির্টানিং অফিসার জানান যে, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষকরণে গৃহীত নিরাপত্তার বলয়ে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ ৯ কেন্দ্রে ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ ১প্লাটুন বিজিপি, ১ প্লাটুন র‌্যাব, স্পেশাল এপিডিয়ান ২ প্লাটুন ফোর্স ও অগণিত পুলিশ, আনসার ও ভিডিপি মোতায়েন করা হয় ও ৯টি সেন্টারে ৯ জন প্রিজাইডিং অফিসার ও ৬৪জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, চলতি বছরের ১১ মার্চ সাদেকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি আবু বক্কর ছিদ্দিকের বার্ধক্যজনিত মৃত্যুতে ভৈরব উপজেলার সাদেকপুর ইউপি চেয়ারম্যান পদটি শূন্য হয়। ওই শূন্য পদে ১৩ জুলাই এ ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন ঘোষণা প্রেক্ষিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ