বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের গুঁতোয় আহত রমজান আলী (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যায়। রমজান আলী উল্লাপাড়া পৌর এলাকার বাখুয়া উত্তরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক নুরে আলম সিদ্দিকী জানান, শুক্রবার দুপুরে রমজান আলীর নিজের দুটি পালিত ষাঁড় বিক্রির জন্য টলিদে করে উল্লাপাড়া গ্যাস লাইন হাটে নিয়ে যাচ্ছিলেন। হাটে গরু দুটি নামানোর চেষ্টা করলে একটি ষাড় ক্ষিপ্ত হয়ে শিং দিয়ে তার পেটে সজোরে আঘাত করলে পেটে ফেটে যায় এবং পাজরের হার ভেঙে যায়।
গুরুতর আহত অবস্থায় রমজান আলীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথম উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পওর বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা অবনতি হলে শনিবার ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।