Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচবিবিতে ২ শিশু ধর্ষণের শিকার

পাঁচবিবি, উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৭, ৩:২০ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে বালীঘাটা ইউনিয়নের পূর্ব বীরনগর গ্রামের ৭ বছর ও ৯ বছর বয়সী ২ শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষক আবু সালাম (৫৫) একই এলাকার মৃত: বাদশা মোল্যার ছেলে। এ ঘটনায় ধর্ষককে গ্রেফতার করে আজ শনিবার কোর্টে পাঠায় পাঁচবিবি থানা পুলিশ। ধষিত ২ শিশু জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা ওয়ানের ছাত্রী ছিল। পাঁচবিবি থানার ওসি (তদন্ত) কিরণ কুমার রায় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্ষক আবু সালাম টাকার লোভ দেখিয়ে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ২ শিশুকে বাড়িতে ডেকে আনে। বাড়িতে কেউ না থাকায় সুযোগে আবু সালাম দরজা লাগিয়ে প্রথমে ৯ বছরের শিশুকে ও পরে ৭ বছরের শিশুকে ধর্ষণ করে। তারা চিৎকার করতে চাইলে চাকু দিয়ে জবাই করার হুমকি দেয় ধর্ষক। ৭ বছরের শিশুটির রক্তক্ষরণ শুরু হলে অপর শিশুটির চিৎকারে আশে পাশের লোকজন ধর্ষককে ধরে পুলিশে খবর দেয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় ধর্ষণ মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ