Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোলে সাপের কামড়ে যুবকের মৃত্যু

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৭, ১০:২২ এএম

বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামে সাপের কামড়ে মুসা হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মুসা বেনাপোল পোর্টথানার সাদিপুর গ্রামের আসাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মাঠ থেকে বাড়ি ফেরার পথে মুসাকে সাপে কামড় দেয়। পরে তার পরিবারের সদস্যরা তাকে স্থানীয় বিভিন্ন ওঝার কাছে চিকিৎসা করান। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় অবশেষে রাত ১২টার দিকে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অনেক দেরিতে হাসপাতালে নেওয়ায় রোগীর অবস্থা খারাপ দেখে তাকে ফেরত পাঠানো হয়। সেখান থেকে সাতক্ষীরা অঞ্চলের এক ওঝার কাছে নেওয়ার পথে ভোর ৪টার দিকে মুসার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ