পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : সউদী আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ হাসপাতালের হিমঘরে পাঁচদিন ধরে পড়ে আছে এক প্রবাসী বাংলাদেশি’র লাশ। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। এমনকি তার সঙ্গে থাকা পুরাতন পাসপোর্টের মধ্যে যে ঠিকানা পাওয়া গেছে তাও সঠিক নয়। জানা গেছে, গত ৮ মে জেদ্দার ফিলিস্তিন রোডে আল রাইয়া সুপারমলের সামনের রাস্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই প্রবাসী বাংলাদেশির।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিস জানিয়েছে, লাশটি শনাক্ত করে পরিবারের কাছে পাঠানোর জন্য চেষ্টা করা হচ্ছে। মৃত ব্যক্তির কাছে যে পাসপোর্ট পাওয়া গেছে তাতে তার নাম লেখা আছে রেজাউল করিম বাবলু, পিতা সারাফাত উল্লাহ করিম। গ্রাম বাকেরনগর, থানা বাঞ্ছারামপুর, জেলা কুমিল্লা। পাসপোর্ট নং এফ ১২২২৬১৫। বাংলাদেশ কনস্যুলেট লেবার কাউন্সিলর লাশ শনাক্ত করতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত করেও মৃত ব্যক্তির দেশের বাড়ির পরিচয় মেলাতে সক্ষম হয়নি। লাশের সঙ্গে থাকা কাগজপত্র দেখে ধারণা করা হচ্ছে যে, লোকটি অনেকদিন যাবৎ সউদী আরবে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। স¤প্রতি সউদী সরকারের দেয়া সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে দেশে যাওয়ার কাগজপত্র ঠিক করে সউদী এয়ার লাইন্সের টিকেটও কনর্ফাম করেছিলেন। এই ব্যক্তির পরিচয় কিংবা তাকে কেউ চিনতে পারলে বাংলাদেশ কনস্যুলেট লেবার ইউংয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট অফিস। এক্ষেত্রে জেদ্দা কনস্যুলেট লেবার কাউন্সিলরের সহকারী মো. হুমায়ুন কবির পলাশের মোবাইল নম্বরে ০০৯৬৬৫৫৭৩৪০৬৪০ , +৯৬৬ ১২৬৮৯৬২৭৬ যোগাযোগ করতে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।