বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী ব্যুরো : সোনাইমুড়ী উপজেলার পৌর বিএনপি’র বর্ধিত সভায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সভা পন্ড করে দিয়েছে স্থানীয় আ’লীগের নেতাকর্মীরা। এ সময় সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলায় টিভি চ্যানেলের তিন ক্যামেরাপার্সন’সহ ১০জন আহত হয়েছে। পরে এ ঘটনার প্রতিবাদে বিএনপি নেতৃবৃন্দ নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।
গতকাল শুক্রবার দুপুরে সোনাইমুড়ী বাজারের একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। আহতরা হলো, বেসরকারী চ্যানেল বাংলাভিশনের ক্যামেরাপার্সন হাসান, ডিবিসি নিউজের বিজয়, স্থানীয় বিএনপি কর্মী সাইফুল,ি দপু, রাসেল, সুজন, খালেদ, সাদ্দাম’সহ ১০ জন।
সোনাইমুড়ী পৌর বিএনপির সভাপতি মোতাহের হোসেন মানিক অভিযোগ করে বলেন, শুক্রবার সকালে একটি কমিউনিটি সেন্টারে ঘরোয়া পরিবেশে শান্তিপূর্ণভাবে পৌর বিএনপির বর্ধিত সভা শুরু হয়। সভায় চলাকালে পুলিশ এসে সভার বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো অনুমতি আছে কিনা জানতে চায়। আমরা যখন পুলিশকে বলি এটাতো ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। একপর্যায়ে পুলিশের উপস্থিতিতে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা দলীয় শ্লোগান দিয়ে আমাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে সভা পন্ড করে দেয়। এসময় সংবাদ সংগ্রহকালে তারা বিভিন্ন চ্যানেলের তিন জন ক্যামেরাপার্সন ও আমাদের ৭ জন নেতাকর্মী সহ ১০ জনকে পিটিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে বিভিন্ন বেসকারী ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সোনাইমুড়ি থানার ওসি ইসমাঈল মিঞা পুলিশের উপস্থিতিতে হামলার বিষয়টি অস্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কে বা কারা হামলা চালিয়ে তা আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনার প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপি’র যুগ্ন মহাসচিব ও সাবেক এমপি ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোনকন অভিযোগ করেন যে, বর্ধিত সভায় আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপার্সনকে মারধর করে এবং পুলিশের উপস্থিতিতে দলের নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। তিনি অবিলম্বে দোষি ব্যক্তিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এড. আবদুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোতাহের হোসেন মানিক ও জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।