Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজালালে ৬২০ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ

| প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৬২০ কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। গতকাল শুক্রবার বিকেলে এগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হলের ৩নং বেল্টে দুই যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ সিগারেটগুলো জব্দ করা হয়। ওই যাত্রীরা হচ্ছেন মো. শাহেদুল আলম ও মো. এমরান মিয়া। শুল্ক গোয়েন্দা জানায়, যাত্রীরা জেট এয়ারওয়েজের ৯ডব্লিউ২৭২ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে তাদের ব্যাগেজ তল্লাশি করে এগুলো পাওয়া যায়। সিগারেটগুলো ৬টি ব্যাগেজে লুকানো ছিল। আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটককৃত সিগারেট বেনসন অ্যান্ড হেজেস, মন্ড, ইজি লাইট ও ৩০৩ ব্র্যান্ডের । শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ৪৯ লাখ ৬০ হাজার টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ