Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রভাবশালী মন্ত্রীদের কঠোর সমালোচনায় আ’লীগ নেতারা

সম্পাদকমন্ডলীর সভায় নৌমন্ত্রীকে দানব বললেন বাহাউদ্দিন নাছিম

| প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অর্থমন্ত্রী-নৌপরিবহন মন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ প্রভাবশালী মন্ত্রীদের বিরুদ্ধে এবার অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সম্প্রতি সম্পাদকমন্ডলীর সভায় এক মন্ত্রীকে দানব বলেও মন্তব্য করেছেন তারা। বৈঠকে উপস্থিত থাকা একাধিক সম্পাদকমন্ডলীর সদস্য এসব তথ্য নিশ্চিত করেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বলার পরামর্শ দিয়েছেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকে দলের ও জেলার সাংগঠনিক চিত্র নিয়ে আলোচনা শুরু হলে দলের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আ ফ ম বাহাউদ্দিন নাছিম মাদারীপুরের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে অসাংগঠনিক কাজকর্ম করছেন এমন অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, সংগঠনের ভালো মন্দ বিবেচনা করে নয় মন্ত্রী নিজের ভালোমন্দ বিবেচনায় রেখে কাজ করেন। বৈঠক সূত্র জানায় নাছিম বলেন, মাদরীপুরে শাজাহান খান ফ্রি স্টাইলে, ইচ্ছেমতো যা খুশি তা করছেন। শাজাহান খান জেলা আওয়ামী লীগকে মানেন না। সংগঠনের কোনো উপকার শাজাহান খানের দ্বারা হচ্ছে না। নাছিম বলেন, আমি কেন্দ্রীয় নেতা এটা উনার গাত্রদাহ। মাদারীপুরের নেতাকর্মীরা শাজাহান খান দ্বারা নির্যাতিত। একপর্যায়ে নাছিম বলেন, দলীয় পদ থেকে নিজেকে বাদ দিয়ে দেয়ার প্রস্তাব করেন। বৈঠকে দলের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ বলেন, নৌপরিবহন মন্ত্রী সব জায়গায় অতিরঞ্জিত করেন। সরকারও বেকায়দায় পড়েছে তার জন্য। মাদারীপুরের রাজনীতিতে তিনি দানব হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি বলেন, শ্রমিক সংগঠনেও শাজাহান খান যা খুশি তা করছেন। আলাদা সংগঠন করেছেন। অথচ শ্রমিক লীগের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন না।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় এরপরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তোলেন অপর সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মিসবাহ উদ্দিন সিরাজ। মুহিত এলাকায় সংগঠনের স্বার্থে কোনো কাজ করেন না। সংগঠনের নেতাকর্মীরা তার কাছে ঘেষতে পারেন না।
মিসবাহ বলেন, মুহিত সিলেট পৌর নির্বাচন উপলে একজন প্রার্থী নিয়ে নেমেছেন, যার সাথে জামায়াত-বিএনপির কানেকশন আছে। অপর সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আহমেদ হোসেন তার এলাকা নেত্রকোনার উপক্রীড়ামন্ত্রী আরিফ খান জয়ের প্রতি ইঙ্গিত করে বলেন, অনেক জায়গায় বড় দানব আছে, নেত্রকোনায় ছোট দানব আছে। অসাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন এলাকায় এ অভিযোগও তোলেন তিনি। এ মিসবাহ উদ্দিন বলেন, দলীয় ফোরামে অনেক কথা হয়। অনেক আলোচনা হয়, এগুলো বাইরে বলার বিষয় নয়। জানতে চাইলে বাহাউদ্দিন নাছিম বলেন, দলের বিভিন্ন বিষয় নিয়ে ফোরামে কথা হতেই পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ