বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : যে দেশে সাড়ে ১৬ কোটি মানুষের মধ্যে ৯৫ শতাংশই মুসলমান সে দেশে নাস্তিক্যবাদী কোন পরিকল্পনা সহ্যও করা হবে না এবং বাস্তবায়নও করতে দেওয়া হবে না। কুফরী মতবাদসহ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মূর্তি সংস্কৃতি ও পাঠ্যসূচীর চক্রান্ত প্রতিহত করতে আমাদের সবাইকে মাঠে থাকতে হবে। আমাদের অসতর্কতা ও উদাসীনতার কারণে দেশ-জাতির ভয়াবহ ক্ষতি হতে পারে তাই আমাদের পূর্ব পুরুষদের বীরত্বগাঁথা ইতিহাসকে সামনে রেখে যে কোন পরিস্থিতি মোকাবেলায় স্বচেষ্ট থাকতে হবে। গতকাল জমিয়তে উলামায়ে ইসলাম মীরপুর পল্লবী থানা শাখার এক আলোচনা সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল্লামা ওবায়দুল্লাহ ফারুক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পল্লবী থানা জমিয়তের সভাপতি মাওলানা আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সেক্রেটারী মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহ-সেক্রেটারী মাওলানা নূর মোহাম্মাদ কাসেমী, মাওলানা রবিউল ইসলাম ও মাওলানা সাইফুর রহমান প্রমূখ।
ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আগামী ২০ জুলাই বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর জমিয়তের সদস্য সম্মেলন সফল করার জন্য সকলের প্রতি উদাত্ত আহŸান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।