Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় বহু ভাষাবিদ ও জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যুবার্ষিকী পালন

| প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া ব্যুরো : বহু ভাষাবিদ ও জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার নিজের হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন বগুড়া ইসলামী স্টাডিজ গ্রæপ মিলনায়তনে গতকাল এক আলোচনা সভা, কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহ-সভাপতি মোঃ ফজলুল বারী বেলালের সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি আব্দুল খালেকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যথাক্রমে মোঃ আব্দুল খালিক, তালেবুল ইসলাম মন্ডল, মোঃ রফিকুল ইসলাম মুক্তা, আপজাল হোসেন, মোঃ জয়নাল আবেদনি চাঁন, সৈয়দ ফজলে রাব্বী ডলার, গোলাম আযম টিকুল, কাজী আবু বকর সিদ্দিক, আরেফ বিল্লাহ বিলু, মোঃ নুরুননবী সাগর।
সভায় বক্তারা বলেন, জ্ঞান সাধনা মানবতার সেবা ও শিক্ষার বিকাশের মহান উদ্দেশ্য নিয়ে ড. মুহম্মদ শহীদুল্লাহ যে সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন যে কোন মুল্যে সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করা হবে। সভা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোওয়া পরিচালনা করেন বগুড়া সেন্ট্রাল মসজিদের খতিব মাওঃ আব্দুল কাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ