Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হল মালিকদের বয়কটে আমার কোনো আফসোস নেই-রিয়াজ

| প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: চলচ্চিত্র প্রদর্শক ও পরিবেশক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ নওশাদ জানান, এখন থেকে চিত্রনায়ক ও শিল্পী সমিতির সহসভাপতি রিয়াজের কোনো সিনেমা চালাবে না হল মালিকরা। রিয়াজের সঙ্গে বয়কটের এই তালিকায় আরও আছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও প্রযোজক খোরশেদ আলম খসরু। গত ১১ জুলাই দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় এ সিদ্বান্ত নেয়া হয়। এ প্রসঙ্গে রিয়াজ বলেন, আমি শুনেছি প্রদর্শক সমিতি থেকে আমাকে বয়কট করার ঘোষণা দেয়া হয়েছে। আমার সিনেমা তারা চালাবে না। আমার সিনেমা না চালিয়ে তারা সুখে থাকবেন এমনটি যদি ভেবে থাকেন তবে আমি চাই তাদের সেই সুখ যেন নষ্ট না হয়। একজন নায়ক রিয়াজের সিনেমা না চালালে যদি প্রদর্শক ও পরিবেশক সমিতি ভালো থাকে এবং হল বাঁচে তবে আমার আফসোস নেই। চলচ্চিত্রের উন্নতি হলে হোক। আমি তো ইন্ডাস্ট্রি ভালো থাকবে বলেই সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে নেমেছি। তিনি বলেন, আমি চাইব দেশীয় চলচ্চিত্রের স্বার্থে তারা যৌথ প্রতারণার সিনেমা, ভিনদেশি ও অশ্লীল কোনো সিনেমা চালাবেন না। এটা আমার অনুরোধ। একজন বা দুইজন-চারজনের চেয়ে ইন্ডাস্ট্রি বড়। আমাকে বা আমাদের কয়েকজনকে বয়কট করে তারা যদি সিনেমার সুদিন ফেরাতে পারেন তবে কষ্ট পাওয়ার কিছু নেই।



 

Show all comments
  • pranto ahmed ১৫ জুলাই, ২০১৭, ১০:৩৭ এএম says : 1
    রিয়াজ ব্যতিত বাংলা সিনেমা অচল তাই হল মালিক দের উচিত তাদের বয়কট ফিরিয়ে নেওয়া
    Total Reply(1) Reply
    • Arif ১৫ জুলাই, ২০১৭, ১:০৩ পিএম says : 4
      Reaz is lost , he have no value in cenima

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ