Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনায় চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা

| প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ প্রদান করবেন ২৪ জুলাই। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাঁকজমকপূর্ণ আয়োজনে এ পুরস্কার দেয়া হবে। এবারের পুরস্কার অনুষ্ঠান পরিচালনা করবেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও চিত্রনায়িকা পূর্ণিমা। চঞ্চল বলেন, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি অনুষ্ঠানের দিনটির জন্য। এর আগে অনেক উপস্থাপনা করেছি। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে এই প্রথম। এর ভাবগাম্ভীর্য অন্য সব অনুষ্ঠানের চেয়ে আলাদা। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকবেন। পাশাপাশি চলচ্চিত্রের বরেণ্য সব মানুষদের সামনে উপস্থাপনা করব। ভাবতেই বেশ ভালো লাগছে। কিছুটা রোমাঞ্চকরও বটে। চঞ্চল বলেন, আমি ও পূর্ণিমা দুজনে প্রস্তুতি নিচ্ছি প্রাণবন্ত উপস্থাপনা দিয়ে উপস্থিতিদের মাতিয়ে রাখতে। উল্লেখ্য, এবারের আয়োজনে ২৫টি বিভাগে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের জাতীয় পুরস্কার প্রদান করা হবে। আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রনায়িকা শাবানা ও কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ