Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইমরান ও কলকাতার শুভ মিতার অ্যালবাম

| প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: কলকাতার সঙ্গীতশিল্পী শুভমিতার সঙ্গে দ্বৈত অ্যালবাম করছেন ইমরান। তিনটি গান নিয়ে তাদের একটি অ্যালবাম প্রকাশিত হবে। গানগুলোর রেকর্ডিংয়ের কাজ এখন চলছে। অ্যালবামটির নাম ভালোবাসি বলে। স্নেহাশীষ ঘোষের কথায় অ্যালবামের সবগুলো গানের সুর-সংগীতায়োজন করছেন ইমরান নিজেই। ইমরান জানান, গত ১০ জুলাই কলকাতার একটি স্টুডিওতে গানগুলোর রেকর্ডিং স¤পন্ন হয়। সংগীতার ব্যানারে চলতি মাসেই প্রকাশিত হবে অ্যালবামটি। ইমরান বলেন, শুভমিতা দিদির কণ্ঠের কথা নতুন করে বলার কিছু নেই। অসাধরণ গলা তার। এবারই প্রথম তার সঙ্গে অ্যালবাম করছি। অনেক ভালো লাগছে। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। শুভমিতা বলেন, বাংলাদেশে ইমরান এখন খুবই ভালো কাজ করছে। এই অ্যালবামের গানগুলোতে কথার সঙ্গে সামঞ্জস্য রেখে সুর করা হয়েছে। আমার ভালো লেগেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ