Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘এক্স-মেন : ডার্ক ফিনিক্স’ ফিল্মে থাকবেন অলিভিয়া মান

| প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

সর্বশেষ ‘এক্স-মেন : অ্যাপোক্যালিপ্স’ পর্বে অলিভিয়া মান সাইলকের ভূমিকায় অভিনয় করেছিলেন, জানা গেছে সিরিজের আগামী পর্ব ‘এক্স-মেন : ডার্ক ফিনিক্স’-এও তিনি থাকবেন।
মন্ট্রিয়লে বাক্স পেটরা নিয়ে পৌঁছে তিনি ইনস্টাগ্রামের এক পোস্টে এই তথ্যটি জানান। উল্লেখ্য বর্তমানে এখানেই পর্বটির শুটিং চলছে।
‘দ্য নিউজরুম’ অভিনেত্রীটি যোগ দিলে তিনি জেনিফার লরেন্স, মাইকেল ফাসবেন্ডার, জেমস ম্যাকঅ্যাভয় এবং নিকোলাস হোল্টের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন। এই পর্বে যারা ফিরবেন তার মধ্যে আছেন- সোফি টার্নার, এভান পিটার্স, আলেকজান্দ্রা শিপ, টাই শেরিডান এবং কোডি স্মিট-ম্যাকফি।
‘এক্স-মেন : ডার্ক ফিনিক্স’ জিন গ্রের (সোফি টার্নার) গল্প। ফিনিক্স নামে একটি মহাবৈশ্বিক শক্তির সংস্পর্শে তার টেলিপ্যাথিক শক্তি বিপুল পরিমাণে বেড়ে যায়। এবং তার শক্তি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষে সে এক্স-মেনের প্রতিপক্ষে পরিণত হয়।
জেসিকা চ্যাস্টেইন এতে প্রধান ভিলেন।
‘এক্স-মেন : ডার্ক ফিনিক্স’ আগামী বছর নভেম্বরে মুক্তি পাবে।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ