Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানন্দায় নৌকা ডুবিতে ২ জনের লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মহানন্দা নদীতে নৌকা ডুবির ঘটনায় দুই কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় আরো ৮ জনকে উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আনসারের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই কিশোর হলো- শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পারধূমি হায়াতপুর গ্রামের বাবলু আলীর ছেলে মাসুদ রানা ও একই গ্রামের আনারুল ইসলামের ছেলে ওয়াহেদ আলী। তারা সম্পর্কে চাচাতো ভাই। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নুরুল ইসলাম জানান, ঘাস বোঝাই একটি নৌকা দশজন যাত্রীসহ পৌর এলাকার মোহনপুর থেকে আনসারের ঘাট যাবার সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। এসময় নারী ও পুরুষসহ ৮ জনকে স্থানীয়রা উদ্ধার করে। পরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে দুপুর প্রায় ১টার দিকে ডুবে যাওয়া দুই কিশোরের লাশ উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ