রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : পদ্মায় তীব্রঘূর্নি স্রোত অব্যাহত থাকায় দেশের ব্যস্ততম শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রায় ৫ কিলোমিটার ভাটি ঘুরে ফেরি পার হওয়ায় সময়ও অনেক বেশি লাগছে। ফলে উভয় ঘাটে ৫ শতাধিক যানবাহনের আটকে পরে যাত্রীরা ভোগান্তির শিকার হন। জানা যায়, গত কয়েকদিন ধরে শিমুলীয়া-কাঁঠালবাড়ি নৌরুটের লৌহজং টার্নিংয়ে প্রচন্ড ঘূর্নিস্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রায় ৫ কিলোমিটার ভাটি দিয়ে বিকল্প চ্যানেল দিয়ে ওয়ান ওয়ে পদ্ধতিতে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। শিমুলীয়া থেকে ফেরিগুলো ৫ কিলোমিটার ভাটি ঘুরে বিকল্প চ্যানেল দিয়ে আসলেও কাঁঠালবাড়ি থেকে ফেরিগুলো আগের চ্যানেল দিয়েই শিমুলীয়া যাচ্ছে। তবে নদীতে প্রচন্ড স্রোত অব্যাহত থাকায় ফেরিগুলো পারাপারে প্রায় ৩০-৪০ মিনিট সময় বেশি লাগছে। ফলে উভয় ঘাটে ৫ শতাধিক যানবাহন আটকে পড়ে দীর্ঘ লাইনের সৃষ্ঠি হয়। এ সময় যাত্রীরা ঘাট এলাকায় ঘন্টার পর ঘন্টা আটকে থেকে চরম ভোগান্তির শিকার হন। ফেরিগুলোতে যাত্রীবাহি পরিবহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় পন্যবাহী ট্রাক শ্রমিকরা পরেছেন চরম দুর্ভোগে। বিআইডবিøউটিসি কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার আঃ সালাম বলেন, নদীতে তীব্র ¯্রােত রয়েছে। আর শিমুলীয়া থেকে প্রায় ৫ কিলোমিটার ভাটি ঘুরে ফেরিগুলো কাঁঠালবাড়ি ঘাটে আসায় সময় বেশি লাগছে। ফলে কিছু যানবাহন ঘাটে আটকে পড়েছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহি পরিবহন পারাপার করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।