রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : রৌমারীতে ডিবি পুলিশ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩জন মোটরসাইকেল চোরকে আটক করে। এ সময় ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। রৌমারী থানায় একটি সাধারণ ডায়রি করে গতকাল শুক্রবার সকালে তিন চোর ও মোটরসাইকেল ৩টি দিনাজপুর ডিপি পুলিশ লাইনে নিয়ে যান। জানা গেছে, গত বৃহস্পতিবার দিনাজপুর ডিবি পুলিশ ইন্সপেক্টর (পুলিশ পরিদর্শক) ইকবাল হোসেনের ১৩ সদস্য বিশিষ্ট একটি দল রৌমারী থানা পুলিশের সহযোগিতায় তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘ দিনের বিভিন্ন এলাকা থেকে চুরি করে নিয়ে এসে বিক্রয় করা ৩ মোটরসাইকেল চুরির হোতা ও ৩টি মোটরসাইকেল উদ্ধার করেন। আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার আলতাফপুর গ্রামের জহুরুল ইসলামের পুত্র ফেরদৌস আলী, রৌমারী উপজেলার দক্ষিন টাপুরচর বাজারের সুলতান মাহমুদের পুত্র আসাদুল ইসলাম আসাদ ওরফে এরশাদুল, রৌমারী যাদুরচর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মৃত এনামুল হক এর পুত্র আরিফ মিয়া ও রৌমারী শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দী বাজারের জাকির হোসেন। এ বিষয়ে দিনাজপুর ডিবি পুলিশ লাইনে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।