Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ কেমন শত্রুতা!

| প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাপদদাতা : বগুড়ার গাবতলী কাগইলের বেলতলায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৫লক্ষাধিক টাকার পোনা মাছ মেরে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত রাতে কাগইলের বেলতলা গ্রামের পলাশ রায়ের পুকুরে। জানা যায়, কাগইলের বেলতলা গ্রামের মৃত পরেশ চন্দ্র কবিরাজের পুত্র পলাশ চন্দ্র রায় প্রায় ৬বিঘা জমিতে মাছ চাষে জীবিকা নির্বাহ করে আসছিল। ওই দিন রাঁতে কে বা কারা পূর্ব শত্রুতার জের ধরে পলাশের পুকুরে বিষ (গ্যাস ট্যাবলেট) দেয়। এরপর বৃহস্পতিবার ভোর সকালে পুকুরে বিভিন্ন প্রজাতির সমস্ত পোনা মাছ মারা গিয়ে পানির উপরে ভেসে উঠে। এতে তার প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্থ মাছ চাষী পলাশ রায় জানান, আমার সঙ্গে প্রতিপক্ষ সুকুমারের দীর্ঘদিন যাবত জমিজমার বিবাদ চলে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ