রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : পাকুন্দিয়ায় মর্জিনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ছমির উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনার অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে আটক করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালে পৌরসদরের সৈয়দগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মর্জিনা খাতুন লেবানল প্রবাসী ছিলেন। দুইদিন আগে তিনি দেশে ফিরেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী ছমির উদ্দিন ছুরি দিয়ে স্ত্রী মর্জিনার পেটে আঘাত করে দ্রæত পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে বিলপারের একটি পাট ক্ষেত থেকে ছমির উদ্দিনকে আটক করে। এদিকে স্থানীয়রা মর্জিনা খাতুনকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, ঘটনার দুই ঘন্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছমির উদ্দিনকে আটক করতে সক্ষম হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।