রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : শ্রীপুরে রাস্তার দাবী দিয়ে এক ব্যবসায়ীর জমি জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদীঘি গ্রামে সিংগারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। জানা গেছে, দৌলত আলী মাওনা মৌজার ২৭.২৫ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবত ভোগদখলে আছেন। স্থানীয় আবুল কালাম আজাদ, ফজলুল হক ফরাজী ও আলাউদ্দিনের নেতৃত্বাধীন একটি প্রভাবশালী সংঘবদ্ধচক্র তার ওই জমির ওপর দিয়ে রাস্তার নাম করে দখল করার নেয়ার পায়তারা করছে। ৫ জুলাই বিকেলে প্রভাবশালীচক্রটি তার জমি জবর দখলের চেষ্টা করে। এ ঘটনায় জমির মালিক সিংগারদীঘি গ্রামের মৃত কিতাব আলীর পুত্র দৌলত আলী বাদী হয়ে ১৩ জুলাই গাজীপুর আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করেন। দৌলত আলী জানান, ওই জমিটুকুই আমার শেষ সম্বল। আমার জমির পাশ দিয়ে সরকারি ভাবে রাস্তা থাকার পরও প্রভাবশালীরা আমার জমির ওপর দিয়ে জোর করে রাস্তার নামে জমি দখলের চেষ্টা করছে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।