Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

মীরসরাইয়ে সর্বস্বান্ত ৫ শতাধিক পান চাষি

| প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

আমিনুল হক, মীরসরাই (চট্টগ্রাম) থেকে : মীরসরাইয়ে পান চাষ করে স্বাবলম্বী হয়েছেন উপজেলার ৫ শতাধিক পরিবার। লাভ ভালো হওয়ায় কৃষকরা পান চাষে উৎসাহী হচ্ছিলেন। অনেকে ধানও সবজি চাষ ছেড়ে পান চাষ করছেন। কিন্তু এবারের পাহাড়ী ঢল পথে বসিয়ে দিয়ে গেছে সকল পানচাষিকে। মিরসরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার বিভিন্ন এলাকায় ৫০ একর জমিতে পান চাষ হয়েছে। আর এতে করে প্রায় ৫ শতাধিক চাষি স্বাবলম্বী হয়েছেন। প্রতিবছর বর্ষার মৌসুমে ভারী বর্ষন ও পাহাড়ি ঢলে পানের বরজ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়। শীত এলেই পান চাষিদের মুখে হাসি ফোটে। তবে অতিরিক্ত শীতে বরজের পান পেকে পড়ে যায়। তাই শীতের শুরুতে পানের দাম ভালো থাকে। এসময় বরজ থেকে পান কম ঝরে পড়ে। আবার শীতের শেষে গ্রীষ্মের শুরুতে পানের দাম ভালো থাকে। তবে পানের বরজ সামগ্রীর দাম বেড়ে যাওয়া এখন আগের মতো লাভ হচ্ছে না বলে কৃষকরা জানান। জানা গেছে, উপজেলার সবচেয়ে বেশি পান চাষ হয় হিঙ্গুলী ইউনিয়নে। এ ইউনিয়নের প্রায় ২০ একর জমিতে পান চাষ করা হয়েছে। উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের পান চাষি পরিমল মন্ডল জানান, তিনি এবছর ৩ একর জমিতে পান চাষ করেছেন। আগের বছর তিনি দুই একর জমিতে পান চাষ করেছিলেন। কিন্তু লাভ ভালো হওয়ায় চলতি বছর তিনি আরো এক একর জমিতে নতুন করে পান চাষ করেন। কিন্তু এবার বরজের পার্শ¦ থেকে বেশ কিছু অংশ ধরে টিলা ধ্বসে, ছরার পানি জমিতে উঠে বরজের অপূরনীয় ক্ষতি হয়ে পুরো বরজই শেষ। আবার অনেকের বরজে পানিবদ্ধতা হয়ে পঁচে গেছে পানের চারা। এতে পথে বসেছে প্রায় সকল পানচাষিই। মীরসরাই কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, এবারের ক্ষতি প্রাকৃতিক দুর্যোগের কারনে। আমি আশা করছি সকল পানচাষি ধীরে ধীরে ক্ষতি পুশিয়ে লাভজনক লাভজনক অবস্থানে যেতে পারবে আবার। তিনি আরো বলেন, এ উপজেলার উৎপাদিত পান নিজ উপজেলার চাহিদা মিঠিয়ে দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করা হয়ে থাকে। আমরা চাষীদের পান চাষে উৎসাহিত করার জন্য জন্য মাঠকর্মীদের নির্দেশনা ও প্রদান করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ