Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনী পৌর আ. লীগ নেতা নিখোঁজ

ফেনী সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৭, ৪:০২ পিএম

ফেনীর ব্যবসায়ী এস.এস.কে সড়কের আখি এন্টারপ্রাইজের মালিক ও ফেনী পৌর আওয়ামীলীগের সহ- প্রচার সম্পাদক নুর হোসেন মিশু নিখোঁজ।

জানা যায়, ১২ জুলাই বুধবার মাগরিবের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হন। বারাইপুর মোকছদিয়া জামে মসজিদে তিনি মাগরিবের নামাজ পড়ে বের হতে দেখেন স্থানীয়রা। এর পর থেকে তার আর দেখা মিলেনি। বৃহস্পতিবার মিশুর স্ত্রী আছিয়া চুমকি বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় জিডি করে। মিশুর স্ত্রী জানান, সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তিনি আরও জানান, গত পৌর নির্বাচনে তিনি ৭ নং থেকে কাউন্সিলর পদে নির্বাচন করতে চেয়েছিলেন পরে সদরের সাংসদের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তার ব্যক্তিগত কোন শত্রু নেই তবে চাচাতো ভাইদের সাথে ভূমি সংক্রান্ত বিরোধ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ