বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : পুলিশের কোনো সদস্য মাদকের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে সরাসরি চাকরীচ্যুত সহ সাধারণ অপরাধীর মত নিয়মিত মামলা করা হবে। গতকাল বৃহষ্পতিবার দুপুরে মাধবপুর থানা পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান (বিপিএম) এ কথা বলেন। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের সভাপতিত্বে ওপেন হাউজ ডে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার সৈয়দ ছায়েদুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন পিপিএম, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর আওয়ামীলীগ সভাপতি বেনু রঞ্জন রায়, অধ্যক্ষ জাহির উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু, জেলা পরিষদ সদস্য ফাতেমাতুজ জোহরা, চেয়ারম্যান ফারুক পাঠান, চেয়ারম্যান শাহাব উদ্দিন, চেয়ারম্যান আপন মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ অলিদ মিয়া। ওপেন হাউজ ডে সভায় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, ইমাম, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি ও পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।