Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন জোট হচ্ছে!

| প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আবদুর রবের বাসায় ডান ও বামপন্থী কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বৈঠক করেছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে তারা একসঙ্গে রাতের খাবারে অংশ নেন। জেএসডি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন সাংবাদিকদের এ তথ্য জানান। নৈশভোজে নিমন্ত্রণ পেয়েছেন বিকল্পধারা, কৃষক শ্রমিক জনতা লীগ, গণফোরাম, নাগরিক ঐক্য ও বাসদসহ কয়েকটি বামপন্থী দলের নেতারা। কয়েকটি দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতের খাবারের জন্য নিমন্ত্রণ এলেও মূলত রাজনৈতিক পরিস্থিতি নিয়েই সবার মধ্যে আলোচনা হয়।
অনেকদিন আগে থেকে বিএনপি জোট ও ক্ষমতাসীন জোটের বাইরে স্বতন্ত্র আরেকটি জোট করার ব্যাপারে এ দলগুলোর প্রক্রিয়া চলছে। এ নিয়ে প্রগতিশীল ও বাম দলগুলোর নির্বাচনি ঐক্য-প্রক্রিয়া শুরু শিরোনামে বিভিন্ন মিডিয়ার প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। বিএনপির সঙ্গে এইক্ষেত্রে সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারা, সংবিধান প্রণেতা বিশিষ্ট্য আইনজীবী ড. কামাল হোসেনের গণফোরাম, আ স ম রবের জেএসডি, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ ও মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে।
এ বিষয়ে আলোচনা করতেই বৈঠকে বসেছেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, জেএসডির চেয়ারম্যান আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারা বাংলাদেশের মাহী বি চৌধুরী, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান ভুঁইয়া ও গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
এ প্রসঙ্গে নাগরিক ঐক্যের আহŸায়ক মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, রব সাহেবের বাসায় নৈশভোজের নিমন্ত্রণ পেয়েছি। আমি যাবো। তবে যেহেতু রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন সেহেতু রাজনৈতিক আলোচনা হওয়াটা স্বাভাবিক। যদিও আলোচনার জন্য সুনির্দিষ্ট কোনও এজেন্ডা নেই। গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আমাদের দলের নেতারা রব সাহেবের দাওয়াতে অংশ নেবেন। আমিও যাবো, তবে একটু দেরি হবে। এছাড়া আসম আবদুর রবের বাসায় বামপন্থী কয়েকটি দলকে নিমন্ত্রণ জানানো হলেও তারা বৃহস্পতিবারের নৈশভোজে নাও যেতে পারেন বলে একাধিক দলের একাধিক নেতা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ