Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত

| প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : বোনকে মারধোর করায় ক্ষিপ্ত হয়ে মঞ্জুরুল হক মঞ্জু নামে এক ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা করেছে শ্যালক আনোয়ার হোসেন। গত সোমবার রাতে মনোহরদী উপজেলা কমপ্লেক্সের মাধবী কোয়ার্টারের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। গত বুধবার রাতে মঞ্জু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৩ বছর পূর্বে মঞ্জুরুল হক মঞ্জুর সাথে পার্শ্ববতী শিবপুর উপজেলার চানমিয়ার কন্যা পরিবার পরিকল্পনা সহকারী শিউলি আক্তারের বিয়ে হয়। তাদের বিবাহীত জীবনে একটি পুত্র ও একটি কন্যা রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয়াদী নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ স্বামী স্ত্রীর মধ্যে দামপত্য কলাহ চলে আসছিল। এই অবস্থায় শিউলি আক্তার তার সন্তানকে নিয়ে উপজেলা কোয়াটারে আশ্রয় নেয়। এসবের ধারাবাহিকতায়ই সোমবার রাত সাড়ে ৯ টায় দুজনের মধ্যে মারামারি হয়। এই ঘটনার পর শিউলি আক্তার মোবাইল ফোনে ঘটনাটি তার ভাই আনোয়ার হোসেনকে জানায়। এতে ভাই আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে তার পিতা চান মিয়া ও মাতা আনোয়ারা বেগমকে নিয়ে উপজেলা কোয়ার্টার মাধবীর সামনে দিয়ে যাবার সময় মঞ্জুরুল হক মঞ্জু তাদের সামনে পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ