Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই হাসান সরকার

| প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুর মহানগরে আনুষ্ঠানিকভাবে বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজবাড়ী রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে এই কার্যক্রমের উদ্ভোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তবে তিনি বলেছেন, বর্তমান অবৈধ জালিম সরকারের হাত থেকে দেশ, দেশের মানুষ ও গণতন্ত্র উদ্ধার করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। নিজ দলের নেতৃত্বের প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় রূপ না নেয়, একজন আরেক জনের ক্ষতিকারক না হয় সেই জন্য সাবধান হতে নেতা কর্মীদের প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল। জনগণের তথা আমাদের অধিকার আদায়ের জন্য আমাদেরই সংগ্রাম করতে হবে। তিনি গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এমএ মান্নানসহ বিএনপি’র কাউন্সিলর এবং নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশটা একক কোন ব্যক্তির নয়। লড়াই করে পতাকা এনেছি। এই পতাকার রং যাতে কেউ বদলাতে না পারে, পতাকার পাশে অন্যকোন পতাকা আসতে না পারে সেই জন্য সকল হিংসা-বিদ্বেষ ভুলে জয়ের লক্ষ্যে আগামীতে আরেকটি ভোট যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে।
গাজীপুর-২ আসন এলাকার বিএনপি পরিবারের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আহম্মদ আলী রুশদী। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পপতি সোহরাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুস ছামাদ মোল্লা, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, জেলা বিএনপি’র সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাবেক কাশিমপুর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন সরকার, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাসান আজমল ভ‚ইয়া, কাউন্সিলর মাহবুবুর রশীদ খান শিপু, বিএনপি নেতা মোশারফ হোসেন খান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ