Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মধ্যপাড়া কঠিন শিলা কোম্পানী লিমিটেডের অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন -এর নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক

| প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম.এ জলিল সরকার: মধ্যপাড়া কঠিন শিলা কোম্পানী লিমিটেডের কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার দুপুরে খনির হল রুমে। নবনির্বচিত কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের নির্বাচন কমিশনার ও ব্যবস্থাপক (এইচআর) আব্দুল লতিফসহ পাঁচ সদস্যের নির্বাচন সমন্বয়কারী সদস্যগণ। যারা শপথ নিলেন তারা হলেন, এমজিএমসিএল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি মনোয়ার হোসেন শাহ্, সহ-সভাপতি জাকিরুল ইসলাম এরা দু’জনই প্রতক্ষ্য ভোটে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে অবায়দুল্লাহ্, সহ-সাধারন সম্পাদক মিসেস গোলেনুর বানু , অর্থ-সম্পাদক আব্দুুর রাফিউ, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার, প্রকাশনা, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, কার্যকরি সদস্য কামরুজ্জামান, আশরাফুল আলম ও একজনের নাম পাওয়া যায়নি। এরা সবাই বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশনার আব্দুল লতিফ জানান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপাড়ার গ্রানইট মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: মাহমুদ খান, মীর আব্দুল হান্নান জিএম, বিদায়ী সভাপতি সৈয়দ রফিজুল ইসলামসহ খনির বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী প্রমুখ। কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে খনির সার্বিক উন্নয়নে সহযোগিতা ও খনির উন্নতির বিষয়ে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ