Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুজা-মেহেদী’র আলোড়ন

| প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: গানওয়ালা মেহেদী হাসান এবং বাঁধন সরকার পুজা দু'জনেই সেরাকন্ঠের প্রতিযোগী ছিলেন। দু'জনের উঠে আসার প্ল্যাটফর্ম এক হলেও একসঙ্গে কোন গান করা হয়ে ওঠেনি কখনো। প্রথমবারের মতো তারা একসঙ্গে গাইলেন। গানের শিরোনাম ‘আলোড়ন’। ‘তোর চোখের ইশারায় তোলে মনে আলোড়ন/ তোকে পেতে তাই এ মন আনমনা সারাক্ষন’ এমন কথার গানটি লিখেছেন- ওমর ফারুক, সুর ও সঙ্গীতায়জন করেছেন মেহেদী নিজেই। গত ফেব্রæয়ারীতে ধ্রæব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয় গানওয়ালা মেহেদী'র ২য় একক ‘আলোড়ন’। অ্যালবামের টাইটেল ট্র্যাক এটি। গানটির ভিডিও প্রকাশিত হচ্ছে ধ্রæব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল থেকে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মোশন রক এন্টারটেইনমেন্ট এর লিওনেল মোর্শেদ রাকিন। ঢাকা ও এর আশপাশের মনোরোম লোকেশনে চিত্রয়িত হয়েছে গানটি। গানটিতে মডেল হয়েছেন মেহেদী এবং সায়রা। গানওয়ালা মেহেদী হাসান বলেন, প্রথমবারের মতো আমি ও পূজা গাইলাম। ‘আলোড়ন’ একটি প্রেমের গান। গানটিতে দর্শক-শ্রোতা নতুন কিছু পাবেন। ভিডিওটিও নির্মান করা হয়েছে দূরন্ত প্রেমের গল্প নিয়ে। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে গানটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ