রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে গত বুধবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সমিতির নেতৃবৃন্দ। অবসর সুবিধা বোর্ডের এবং কল্যাণ ট্রাষ্টের অতিরিক্ত ৪% কর্তনের প্রতিবাদে এবং বৈশাখী ভাতা, ৫% প্রবৃদ্ধি ও চিকিৎসা ভাতা প্রদানের দাবীতে পাকুন্দিয়া সদর ঈদগাহ গেইটের সামনে সকাল সাড়ে ১১টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি শেষে নেতৃবৃন্দ একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি পৌর সদর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতি সভাপতি ও হরশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেকবর আলী, সহ সভাপতি ও এগারসিন্দুর ঈশাখান উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক তাইজুল ইসলাম, সহ সভাপতি ও পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আহাদ, সাধারণ সম্পাদক ও চরটেকী উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক রফিকুল ইসলাম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ও এগারসিন্দুর ঈশাখান উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক আলী আকবর, বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী, হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, কালিয়াচাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।