Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ধলেশ্বরী নদীতে অভিযানে ৮ ড্রেজার ১৪টি ব্যাটারি জব্দ

| প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা
কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীতে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভ‚মি) পারভেজুর রহমানের নেতৃত্বে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভযান পরিচালনা করা হয়। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ৮টি অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজারের ১৪টি ব্যাটারি জব্দ করা হয় এবং ড্রেজারের ইঞ্জিনও বিকল করে ফেলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নাজির মোঃ রাকিব হাসান, নামজারি সহকারী মোঃ ফজলুল হক, অফিসসহকারী মোঃ মহিউদ্দিন প্রমুখ। সহকারী কমিশনার পারভেজুর রহমান বলেন, আমি জানতে পারলাম যে হযরতপুরের ঢালিকান্দি, জগন্নাথপুর ও মধুরচর বরাবর ধলেশ্বরী নদীতে অবৈধভাবে একটি প্রভাবশালী চক্র দেদারসে বালু উত্তোলন করছে। এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নদীতে অভিযান চালানো হয়েছে। নদীতে যে বা যারাই অবৈধ ড্রেজার চালাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ