Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাসীর জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ চেষ্টার অভিযোগ

| প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা
ছাগলনাইয়ায় এক কুয়েত প্রবাসীর ক্রয়কৃত ৪ শতক জায়গা জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলার দক্ষিণ কুহুমা গ্রামের কুয়েত প্রবাসী মুন্সি নুরুল আলমের স্ত্রী ফাতেমা আক্তার মুন্নি বাদী হয়ে সম্প্রতি শুভপুর ইউনিয়ন চেয়ারম্যানের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আসামিরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চেয়ারম্যানের পল্লী আদালতে উপস্থাপন না করে বারবার সময়ক্ষেপন করছে বলেও বাদী ফাতেমার অভিযোগ। অভিযোগের বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দক্ষিণ কুহুমা গ্রামের মৃত আবদুল খালেকের পুত্র আবদুর রউপ গংদের সাথে প্রবাসী মুন্সি নুরুল আলমের ক্রয়কৃত দখলীয় ৪ শতক জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। ফাতেমা আক্তার মুন্নি জানান, বিবাদী আবদুর রউপ, মোহাম্মদ জহিরগংরা ভূয়া কাগজ সৃজন করে আমার স্বামীর দক্ষিন কুহুমা মৌজার ৫৩১ দাগের ৪ শতক জায়গা সীমানা প্রাচীর নির্মাণ করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এতে আমি বাঁধা দিলে আমাকে মেরে ফেলারও হুমকি দেয়। বিবাদীরা যেকোন মুহুর্তে সীমানা প্রাচীর নির্মাণ করে আমাদেরকে নালিশী ভ‚মি থেকে বেদখল করতে পারে এজন্য আমি পল্লী আদালতে অভিযোগ দায়ের করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ