রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহ জেলা সংবাদদাতা
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হিজলী গ্রাম থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে গ্রামবাসী। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হচ্ছে হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে স¤্রাট (১৮), আব্দুল কুদ্দুসের ছেলে রুজদার আলী (১৯) ও একই উপজেলার রথখোলা গ্রামের মান্টু জোয়ারদারের ছেলে টিটুল জোয়ারদার (১৬)। হরিণাকুন্ডু থানার ওসি কে এম শওকত হোসেন জানান, বুধবার রাতে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলো হরিণাকুন্ডু উপজেলার হিজলী গ্রামের শংকর কুমার। বাড়ির সামনে পৌছালে ওৎ পেতে থাকা তিন ছিনতাইকারী তাকে মারধর করে ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় শংকরের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে তিন ছিনতাইকারীকে গনধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ রাতেই জনতার হাতে আটক ছিনতাইকারীদের থানায় নিয়ে আসে। ওসি আরো জানান, এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে হরিণাকুন্ডু থানায় মামলা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ এই চক্রটি এর আগেও একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাই কাজের সাথে জড়িত ছিল। স্থানীয় হাজী আরশাদ আলী কলেজে চারতলা ভবন নির্মানকাজের সময় শ্রমিকদের মারধার করে সন্ত্রাসী স¤্রাট ও তার দলবল ৭ হাজার টাকা ছিনতাই করে। পরে গ্রামের সালিশ বৈঠকে ঠিকাদার রফিকুল ও রাসেলের কাছে ক্ষমা চেয়ে পার পেয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।