Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

সাভারে মুক্তিযোদ্ধার বাড়িসহ ৫ বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

| প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
পূর্ব শত্রæতার জের ধরে সাভারে এক মুক্তিযোদ্ধার বাড়িসহ ৫ বাড়ি ভাঙচুর করে জমি দখলে নেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাড়ির পরিবারের সদস্যদের মারধর ও লুটপাটেরও অেিযাগ করেছেন ক্ষতিগ্রস্থরা। সাভারের উত্তর রাজাশন এলাকার মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, হাসান মাতবর, মো: আলমগীর, মো: জয়নাল ও সিরাজুল ইসলামের বাড়িতে বুধবার এ ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার সময় সাভার মডেল থানা পুলিশও উপস্থিত ছিল বলে তাদের দাবি। মুক্তিযোদ্ধা একে ফজলুল হক অভিযোগ করে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উত্তর রাজাশন এলাকার শ্যামল কোরাইয়া, সল্টু কোরাইয়া, বাধন কোরাইয়া, সঙ্গীত কোরাইয়া, প্রশনজিত কোরাইয়া, সমির কোরাইয়া, লিটন কোরাইয়া, বাবুল কোরাইয়া, বিনয় কোরাইয়া, প্রনয় কোরাইয়া, বিজয় কোরাইয়াসহ অজ্ঞাতনামা ২০/২৫জন বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর করে। তখন বাধা দিলে তারা আমার পরিবারের সদস্যদের মারধর ও করে। লুটপাট করে নগদ ২লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণের গহনাসহ মূল্যবান মালামাল। ক্ষতিগ্রস্থ হাসান মাতবর বলেন, দখলের চেষ্টাকারীরা তার বাড়িও ব্যাপক ভাঙচুর করেছে। তবে ঘটনার সময় উপস্থিত সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন জানান, আদালতের নির্দেশেই লোকজন বাড়িঘর ভাঙচুর করতে গিয়েছিল। এ বিষয়ে কথা বলতে দখলের চেষ্টাকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করলে কাউকেই পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ