Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে জুয়ার আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৭, ৩:৪৫ পিএম

রাজশাহীর মহানগরীর শিরোইল এলাকায় পুরাতন বাস টার্মিনালের মধ্যে থাকা চারটি জুয়ার আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে সহায়তা করে পুলিশ।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, উচ্ছেদ অভিযানে সময় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের এস্টেট অফিসার মো. বদরুদ্দোজামান ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ওসি বলেন, পুরাতন বাস টার্মিনালের মধ্যে আন্তঃজেলা ‘ভাই ভাই সমবায় সমিতি’র নামে অবৈধভাবে কার্যালয় গড়ে তোলা হয়েছিল। সদ্য বহিষ্কৃত এক শ্রমিক নেতার ইন্ধনে সেখানে দীর্ঘ দিন থেকে জুয়ার আসর বসছিল। শ্রমিক দিয়ে সেটি গুঁড়িয়ে দেওয়া হলো। সেখানে আর কোনোভাবেই জুয়ার আসর বসতে দেওয়া হবে না বলেও জানান বোয়ালিয়া থানার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ