Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উল্লাপাড়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৭, ১০:৪২ এএম | আপডেট : ১০:৪৮ এএম, ১৩ জুলাই, ২০১৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুরের পানিতে ডুবে আলমগীর হোসেন ওরফে পিচ্চি আলো (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাঁতী গ্রামের মৃত হানু প্রামাণিকের ছেলে।
বুধবার সন্ধ্যায় উপজেলার রেলস্টেশন এলাকার একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে উল্লাপাড়া ফায়ার সার্ভিস।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসে ওয়ারহাউজ ইন্সপেক্টর দিয়ানাতুল ইসলাম দিনার এ তথ্য নিশ্চিত করে জানান, পিচ্চি আলো নেশাগ্রস্ত হয়ে উল্লাপাড়া রেলস্টেশন এলাকার ডিগ্রী কলেজের সামনের একটি পুকুরে ঝাঁপ দেয়।
স্থানীয়রা বিষয়টি আমাদের জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল তাকে উদ্ধার করে কাওয়াক ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক ডা. সামিউল রনি তাকে মৃত ঘোষণা করেন।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আসাদুজ্জামান রিপন পিচ্চি আলোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবার সূত্রে জানতে পেরেছি সে মৃগী রোগে আক্রান্ত ও নেশাগ্রস্ত ছিল। ধারণা করা হচ্ছে সে নেশা করে পুকুরে ঝাঁপ দেওয়ার ফলে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে স্বজনেরা থানায় কোন অভিযোগ দেয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ