Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারী বর্ষণে নগরজীবন বিপর্যস্ত

| প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : আষাঢ়ের শেষে এসে ভারী বর্ষণ হলো রাজশাহীতে। গত মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি চলে গতকাল দুপুর পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত থেকে গতকাল বেলা ১২ পর্যন্ত বৃষ্টি হয়েছে ১১৪ মিলিমিটার। বৃষ্টিপাতের এই পরিমাণ রাজশাহীতে সব চেয়ে বেশি। ভারী বর্ষণে নগরজুড়েই সৃষ্টি হয় জলাবদ্ধতার। সকাল বেলা ঘুম থেকে উঠেই দেখযা যায় চারিদিকে পানি আর পানি। রাস্তাঘাট, পুকুর, ড্রেন সব এখাকার। বিপাকে পড়েন নগরবাসী। কর্মচঞ্চল নগর জীবনে দেখা দেয় স্থবিরতা। গতকাল সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, সাহেববাজার, বিন্দুর মোড়, শালবাগার, রাজশাহী পলিটেকনিক, সপুরা, উপশহর, তেরখাদিয়া, বিলশিমলা, লক্ষীপুর, সিপাইপাড়া, মেডিকেল, ভাটাপাড়া, সিটিবাইপাস, টিকাপাড়া, মেহেরচন্ডি, তালাইমারি, বিনোদপুরসহ বেশ কিছু এলাকা হাঁটু থেকে কোমর পানিতে ডুবে আছে। পানি নিস্কাশন ড্রেনগুলো তলিয়ে যায় পানির নীচে। পয়ঃনিষ্কাষণ ড্রেনের ময়লা-আবর্জনা তাতে মিশে চারদিকে ছড়িয়ে পড়ে হয়েছে দুর্গন্ধময়। অফিস, কলেজ, স্কুলগামীরা পড়েন বিপাকে। রাস্তা ছিল প্রায় যানবাহন শুন্য। যেকিছু অটোরিক্সা, রিক্সা চলেছে তারাও সুযোগ বুঝে দু’তিনগুন ভাড়া হাকিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ