Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএল কলেজে পরীক্ষা হলে তালা

| প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনার সরকারি বিএল কলেজে সম্মান চতুর্থ বর্ষের ভাইভা পরীক্ষাকে কেন্দ্র করে হলে তালা লাগিয়ে দেবার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তালাবদ্ধ ছিল নির্ধারিত কক্ষটি। পরে পুলিশ এসে তালা ভেঙে দিলে তবেই পরীক্ষা শুরু হয়। পরীক্ষার জন্য শিক্ষার্থীদের নিকট থেকে অর্থ আদায়ের প্রতিবাদে এ তালা দেয়া হয়েছে বলে দাবি করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা।
পরীক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মী সূত্রে জানা গেছে, গতকাল কলেজের ইতিহাস এবং হিসাব বিজ্ঞান বিভাগের সম্মান চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত দিন ছিল। সকাল ৯টায় পরীক্ষা শুরুর নির্ধারিত দিন থাকলেও সকালে ছাত্রলীগ নেতাকর্মীরা এসে ওই বিভাগের দরজায় তালা লাগিয়ে দেয়। ফলে সকাল থেকেই পরীক্ষা বন্ধ হয়ে যায়। কক্ষের ভেতরে যারা ছিল তারা বের হতে পারেনি এবং বাইরে যারা ছিল তারা ঢুকতে পারেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ