Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেকৃবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ১৫ জুলাই

| প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

শেকৃবি সংবাদদাতা : আগামী ১৫ জুলাই ১৭ বছরে পা দিতে যাচ্ছে কৃষি শিক্ষার অন্যতম বিদ্যাপিঠ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ^বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে ২০০১ সালের ১৫ জুলাই। বিশ^বিদ্যালয় হিসেবে কম সময় হলেও এই প্রতিষ্ঠানটি ১৯৩৮ সালে ‘দ্য বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট’ হিসেবে প্রতিষ্ঠিত হয়। তাই এটি দক্ষিণ এশিয়ার সর্বপ্রাচীন কৃষি শিক্ষার বিদ্যাপীঠ। ১৯৩৮ সালে তৎকালীন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক একই বছরের ১১ ডিসেম্বর প্রথম কৃষি শিক্ষা প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯১৯ সালে রাজধানীর তেজগাঁও কৃষি গবেষণা সংলগ্ন ৩০০ একর জমি প্রমÍাবিত হয় এবং এর নাম দেয়া হয় ‘দ্য বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট’।পাকিস্তান আমলে নাম পরিবর্তন করে রাখা হয় ‘পূর্ব পাকিস্তান এগ্রিকালচারাল ইনস্টিটিউট’। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় ‘বাংলাদেশ এগ্রিকালচারাল ইনস্টিটিউট’। ২০০১ সালের ৬ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানটির হীরক জয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশ এগ্রিকালচারাল ইনস্টিটিউট (বিএআই) -কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার ঘোষণা দেন। একই বছরের ৯ জুলাই সংসদে আইন পাশ হয় এবং ১৫ জুলাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।প্রশাসনিক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দিবস উপলক্ষে সেদিন জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ