বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জবি সংবাদদাতা : প্রায় দুই মাস ধরে নিখোঁজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র সাদিকুল ইসলাম মিলনের সন্ধান চেয়ে মানববন্ধন করেছে তার সহপাঠী ও সাধারন শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে জবি ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরের সামনে মিলনকে উদ্ধারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় মিলনকে উদ্ধারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ৭২ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের কাছে লিখিত ও মৌখিকভাবে বারবার অভিযোগ করা হলেও সাদিকুলকে খোঁজার ব্যাপারে লক্ষণীয় কোনো পদক্ষেপ চোখে পড়েনি। সাদিকুলের নিখোঁজ হওয়ার পর জবি প্রক্টর জানিয়েছিলেন মিলন ডিবি পুলিশের হেফাজতে আছে। তাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিশ্চিন্ত ছিলাম। কিন্তু এখন প্রক্টর বলছেন তথ্যটা ভুল ছিলো। মিলন কোথায় এটা তিনি জানেন না। প্রক্টরের অবহেলার কারণেই এতোদিন সাদিকুলের খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে আদাবর থানার উপ-পরিদর্শক ও সাদিকুলের নিখোঁজের তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, নিখোঁজ সাদিকুলের পরিবার আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু আমাদের কাছে এখনো কোন খোঁজ নেই সাদিকুলের । তবে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, সঠিক তথ্য না পেয়ে আমরা কোনোকিছু বলতে পারছি না। আমরা ডিএমপি কমিশনার পর্যন্ত এ বিষয়ে কথা বলেছি এবং সবগুলো গুয়েন্দা বিভাগে তদারকি চালাচ্ছি। কোনো খোঁজ পাওয়া মাত্রই তার পরিবারকে জানানো হবে।
এ ব্যাপারে জবি প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, সাদিকুলকে খোঁজে পেতে আমরা যথেষ্ট তৎপরতা চালাচ্ছি। ইতোমধ্যে ডিএমপি কমিশনার বরাবর একটি লিখিত চিঠি পাঠানো হয়েছে। আমাদের প্রশাসনের পক্ষ থেকে চেষ্টার কোনো কমতি নেই।
উল্লেখ্য, গত ২৩ মে ভোররাতে মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন দুর্বৃত্ত মিলনকে তুলে নিয়ে যায়। আটকের খবর আইন-শৃঙ্খলা বাহিনী অস্বীকার করলে পরদিন মিলনের পরিবার আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।