বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নাগরিকদের প্রদেয় পৌরকরের উপর ভিত্তি করে সকল সেবা পরিচালিত হয়। বিধিবদ্ধ আইন ও সরকারের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সিটি কর্পোরেশন পৌরকর নির্ধারণ করে থাকে। কর বৃদ্ধি করা বা নতুন কর আরোপ করার কোন এখতিয়ার চসিকের নেই। গতকাল (বুধবার) নগরভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত জাইকা সাহায্যপুষ্ট সিটি গভর্নেন্স প্রকল্পের অধীনে গঠিত সিভিল সোসাইটি কো-অর্ডিনেশন কমিটির সভায় সভাপতির বক্তব্যে মেয়র একথা বলেন।
সিটি মেয়র নগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার ক্ষেত্রে সিভিল সোসাইটি, বিশেষজ্ঞ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সর্বস্তরের নাগরিকদের পরামর্শ ও আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। তা সত্তে¡ও এক শ্রেণির ব্যক্তিরা চসিকের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে নানামুখি অপতৎপরতায় লিপ্ত। তারা নানাভাবে চক্রান্ত করে চসিকের রাজস্ব আদায়ের বিষয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য ও অপপ্রচারে লিপ্ত। তিনি বলেন, পৌরকর পুনঃমূল্যায়ন নিয়ে নাগরিকদের মধ্যে কোন ধরনের অভিযোগ বা আপত্তি থাকলে তা নিরসনের বৈধ পন্থা রয়েছে। প্রাপ্ত অভিযোগগুলো আইনানুগ শুনানীর মাধ্যমে নিষ্পত্তি করা হয়। বিগত মেয়রের আমলে কর পুনঃমূল্যায়নের বিষয়ে ১৩ হাজার আপত্তি উত্থাপিত হয়েছিল। অজ্ঞাত কারণে সেসকল আপত্তির নিষ্পত্তি করা হয়নি। আমি দায়িত্ব নিয়ে আপিল বোর্ডে রিভিউ শুনানীর মাধ্যমে নিষ্পত্তি করার উদ্যোগ নিয়েছি।
সভায় সিভিল সোসাইটি কো-অর্ডিনেশন কমিটির সদস্য প্যানেল মেয়র, কাউন্সিলর ও সিভিল সোসাইটির সদস্যবৃন্দ ছাড়াও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মো. আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, আইবি’র সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন, আইবি’র সহ সভাপতি এম এ রশিদ, বিএমএ চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।